উজ্জ্বল রায়, নড়াইল থেকে : নড়াইলের কালিয়া উপজেলায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালিয়া উপজেলায় অনুষ্ঠিত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় যোগদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, এ সময় পুলিশ সুপার জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ। আপনারা নির্ভয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। আপনাদের সব ধরনের সহযোগিতা করতে পুলিশ প্রস্তুত রয়েছে।
এ সময় মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল; প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়া সার্কেল); রুনু সাহা, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার; প্রদীপ্ত রায় দীপন, সহকারী কমিশনার (ভূমি); খন্দকার শামীম উদ্দিন, অফিসার ইনচার্জ কালিয়া থানা; মোঃ মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ নড়াগাতি থানা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.