গ্রামের সংবাদ ডেস্ক : জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) এর সঙ্গে চুক্তি স্থগিত করতে পারে ইরান। ইতিমধ্যেই এ বিষয়ে কাজ শুরু করেছে দেশটির পার্লামেন্ট।
সংস্থার অপেশাদার আচরণের প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করতে পার্লামেন্টে একটি বিল উত্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। এ খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ।
এতে বলা হয়, রোববার পার্লামেন্ট অধিবেশন চলার সময় আইএইএ-এর সঙ্গে সহযোগিতা চুক্তি বাতিল সংক্রান্ত একটি বিল তৈরির প্রস্তাব দেন এমপিরা। সেই প্রস্তাবে সায় দিয়ে কালিবাফ বলেন, এই আন্তর্জাতিক সংস্থা থেকে যত দিন আমরা পেশাদার আচরণের নিশ্চয়তা না পাব, তত দিন সহযোগিতা চুক্তি স্থগিত রাখা উচিত।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.