আব্দুল্লাহ আল-মামুন : বেনাপোল স্থল বন্দরে কর্মরত শ্রমিকদের ট্রাক মার্কায় ভোট দিতে বাধ্য করতে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের বিরুদ্ধে হুমকি ধামকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বন্দর শ্রমিকরা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে বেনাপোল স্থলবন্দরের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন শ্রমিকরা। এসময় প্রায় দুই হাজার শ্রমিক উপস্থিত ছিলেন। এ সময় শ্রমিরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
৯২৫ শ্রমিক সংগঠনের সহসভাপতি আব্দুর রশিদ সংবাদ সম্মলনে বক্তব্যে জানান, স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার আশরাফুল আলম লিটন তিনি নৌকার ভোটার শ্রমিকদের কাছে ট্রাক মার্কায় ভোট চায়। এসময় শ্রমিকরা ভোট দিতে অপারগতা প্রকাশ করলে তিনি বন্দর দখলের হুমকি দেন। এসময় তর্কবিতর্কের এক পর্যায়ে এক শ্রমিক নেতাকে লাঞ্চিত করা হয়। এ সময় উত্তেজিত হয়ে সাধারন শ্রমিকদের সাথে ধস্তাধস্তিতে তাদের কয়েকজন আহত হয়।
এ শ্রমিক নেতা আরো বলেন, এর আগে শ্রমিকরা লিটন পন্থীর শ্রমিক নেতাদের হাতে জিম্মী হয়ে পড়েছিল। বর্তমানে বন্দরে কাজ করে সাধারন শ্রমিকরা নায্য মজুরী পাচ্ছে। নিরাপদ কাজের পরিবেশ চেয়ে সরকারের কাছে সহযোগীতা কামনা করেন শ্রমিকরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.