সানজিদা আক্তার সান্তনা : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ আফিল উদ্দিন সহ যশোরের ৬টি আসনের ৩১ জন এমপি প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার যশোর কালেক্টরেট সভা কক্ষে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। প্রতীক পাওয়ার পর এদিন দুপুর থেকে প্রচারণায় নামেন প্রার্থীরা।
যশোর-১ (শার্শা) আসনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন। জাতীয় পার্টির আক্তারুজ্জামান লাঙ্গল প্রতীক ও আসরাফুল আলম লিটন ট্রাক মার্কা পেয়েছেন।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে আওয়ামী লীগের প্রার্থী তৌহিদুজ্জামান নৌকা, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির ট্রাক ও এসএম হাবিবুর রহমান ঈগল, বাংলাদেশ কংগ্রেসের আব্দুল আউয়াল ডাব, জাতীয় পার্টির ফিরোজ শাহ লাঙ্গল ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফের শামছুল হক টেলিভিশন প্রতীক পেয়েছেন।
যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী এমপি কাজী নাবিল আহমেদ নৌকা, স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথ ঈগল, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ তৌহিদুজ্জামান বটগাছ, তৃণমূল বিএনপির কামরুজ্জামান সোনালী আঁশ, বিকল্পধারা বাংলাদেশের মারুফ হাসান কাজল কুলা, জাতীয় পার্টির মাহবুব আলম লাঙ্গল, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের শেখ নুরুজ্জামান নোঙ্গর ও ন্যাশনাল পিপলস পার্টির সুমন কুমার আম প্রতীক পেয়েছেন।
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে স্বতন্ত্র প্রার্থী রণজিত কুমার রায় ঈগল, তৃণমূল বিএনপির এম শাব্বির আহমেদ সোনালী আঁশ, ইসলামি ঐক্যজোটের ইউনুছ আলী মিনার, জাতীয় পার্টির জহুরুল হক লাঙ্গল ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সুকৃতি কুমার মন্ডল নোঙ্গর প্রতীক পেয়েছেন।
যশোর-৫ (মণিরামপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী স্বপন ভট্টাচার্য্য নৌকা, স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী ঈগল, তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা সোনালী আঁশ, জাতীয় পার্টির এম এ হালিম লাঙ্গল ও ইসলামি ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী মিনার প্রতীক পেয়েছেন।
যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী এমপি শাহীন চাকলাদার নৌকা, স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম ঈগল ও এইচ এম আমির হোসেন কাঁচি এবং জাতীয় পার্টির জিএম হাসান লাঙ্গল প্রতীক পেয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, প্রতীক বরাদ্দ প্রাপ্ত প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচারণা চালানোর জন্য বলা হয়েছে। এসব প্রার্থীদের প্রত্যেককে নির্বাচনী আচরণ বিধির কপি দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.