এস এম মহিদার রহমান, সাতক্ষীরা ঃ উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরায় ৪টি সংসদীয় আসনে ৩০জন প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন।
জেলার চারটি সংসদীয় আসন ৩০ জন প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে নির্বাচনী প্রতীক বরাদ্ধ দেওয়া হয়। এর মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কাস পার্টি, জাসদ, বিএনএম, তৃনমূল বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্ধ কার্যক্রম উপস্থিত ছিলন।
জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মোহাম্মদ হুমায়ূন কবির জানান, আজ থেকে প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচার চালাতে পারবে। কোন প্রার্থী আচরণ বিধি লংঘন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। প্রয়োজন প্রার্থীতা বাতিল করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.