সনতচক্রবর্ত্তী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে ‘ঈগল’ প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও হামীম গ্রুপের কর্ণধার এ. কে. আজাদ।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে ফরিদপুরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে তাকে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
তবে, এ আসনে নৌকার প্রার্থী শামীম হকের মনোনয়ন হাইকোর্ট বাতিল বহাল রেখেছে। প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল রোববার। আজ সোমবার প্রতীক বরাদ্দ চলছে। প্রতীক পাওয়ার পর থেকে নির্বাচনী আচরণবিধি মেনে আনুষ্ঠানিক প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।
আগামী ৭ জানুয়ারি ভোটের দিন নির্ধারণ করে গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তপশিল অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ১ থেকে ৪ ডিসেম্বর বাছাই, ৬ থেকে ১৫ ডিসেম্বর আপিল ও শুনানি, ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়। ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারের সময় বেঁধে দেওয়া হয়েছে।
এই আসন থেকে যারা নির্বাচন করবেন, ফরিদপুর-৩ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী এম. এ. মুঈদ হোসেনকে ‘ডাব’ প্রতীক, জাতীয় পার্টির এস. এম. ইয়াহিয়াকে ‘লাঙ্গল’, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. দেলোয়ার হোসেনকে ‘একতারা’ এবং বিএনএম-র গোলাম রব্বানীকে ‘নোঙ্গর’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.