সনতচক্রবর্ত্তী: ফরিদপুরে মাস্ক বিক্রি করে সংসার চালাচ্ছেন ১০ বছরের সাইম সেখ।
বৃহস্পতিবার (১৩.১২.২৩) বিকালে ফরিদপুরের বিভিন্ন এলাকায় হেঁটে হেঁটে মাস্ক বিক্রি করছিলেন সাইম।
সাইম শেখ বলে, আমি মাস্ক বিক্রি করছি। এক প্যাকেটে থাকা ১০০ মাস্ক আমি ক্রয় করি দুই শত টাকায়। প্রতিটি মাস্ক বিক্রি করি পাঁচ টাকা। দিনে সব বিক্রি হয় না ৩০০-৪০০ টাকার মাস্ক বিক্রি হয়। আমার লাভ হয় ১০০-১৫০ টাকা। এই টাকা তুলে দেই মায়ের হাতে কারণ বাবা নেই। মা এসব টাকা বাড়ির কাজে লাগান
সাইম আরো বলে, আমার বাড়ি ফরিদপুরের শোভারামপুর। আমি কোন কাজ করতে পারি না তাই বাধ্য হয়ে এই মাস্ক বিক্রি করছি।সরকার পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে মাস্ক ব্যবহার করার কথা বলা হয়েছে।
তাই আমি পায়ে হেঁটে হেঁটে মানুষের দ্বারে দ্বারে মাস্ক বিক্রি করছি। স্বল্প মূল্যের এ মাস্কগুলো মানুষগুলোর উপকারে আসছে।
ভ্রাম্যমাণ চা বিক্রেতা জানান, ছেলেটি ক্লাস দ্বিতীয় শ্রেনীতে পড়ে, স্কুল ছুটির পর প্রতিদিন মাস্ক বিক্রি করে ফরিদপুর শহরের মধ্যে। অনেকেই ভিক্ষা করে মিথ্যা বলে মানুষদের কাছে টাকা চায়। তবে ছেলেটি ভিক্ষা করে না। মাস্ক বিক্রি করে সংসার চালাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.