সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া : মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলায় মাদ্রাসা এবং মসজিদ ভিত্তিক শিশু ও মক্তব শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া, মোনাজাত এবং আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে এদিন খুব ভোর থেকে প্রস্তুতি গ্রহণ করে বেশিরভাগ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান। সকাল থেকে শিক্ষক শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দের শতস্ফুর্ত উপস্থিতি দেখা গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।
খোজ নিয়ে জানা গেছে, এদিন উপজেলার বিভিন্ন মাদ্রাসায় শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির উপস্থিতিতে দোয়া, মোনাজাত ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। একই ভাবে উপজেলার রাধানগর আমিনিয়া আলিম মাদ্রাসায় দিবসটি পালিত হয়েছে।
এসময় মাদ্রাসার সভাপতি ইসমাইল হোসেন মোল্লা, ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ এবং ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দর রশিদ উপস্থিত ছিলেন। এছাড়াও মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম (মক্তব) প্রতিষ্ঠান ও দিবস টি পালন করেছে। এদিন ভোর থেকে শুরু হয় কোরআন তেলাওয়াত। এ-উপলক্ষে উপজেলার (ঘোষনগর) জামে মসজিদের মক্তবে ভোরে মসজিদের ইমাম মুসল্লি এবং শিশু শিক্ষার্থীদের নিয়ে দোয়া, মোনাজাত ও কিরাত প্রতিযোগিতার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। এর আগে মুক্তি যুদ্ধে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয় ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.