বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা রেঞ্জের আওতাধীন বনবিভাগের জমি থেকে অবৈধ ভাবে আঁকামনি গাছ কাটার অভিযোগে তিন জনের বিরুদ্ধে গত ৪/১০/২০২৩ই তারিখে উথুরা রেঞ্জ কর্মকতা নির্দেশে উথুরা সদর বিট কর্মকতা রেয়াজ উদ্দিন আহমেদ বাদী হয়ে বন আইনে একটি মামলা দায়ের করেন। ওই দায়েরকৃত মামলা আসামিরা ১০ ডিসেম্বর রবিবার ময়মনসিংহ আদালতে হাজির হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ৩ আসামীকেই জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
উথুরা সদর বিট অফিস সূত্রে জানাযায়,উপজেলার ধলিকুড়ী মৌজার বন গেজেটভূক্ত (৩৭০ নম্বর দাগের) জমি থেকে অবৈধ ভাবে গাছ কাটার অভিযোগে গত ৪/১০/২০২৩ইং তারিখে বন আইনে ধলিকুড়ী গ্রামের আব্দুল কাদের, আব্দুল হাকিম, ও আক্কাছ আলীসহ তিন জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। নং ৭)-৪/১০/২০২৩/তারিখ উক্ত মামলার আসামীরা ১০ ডিসেম্বর রবিবার ময়মনসিংহ আদালতে হাজির হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদেরকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন।
এ ঘটনার সততা নিশ্চিত করেছেন বর্তমান উথুরা বিট কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.