সাঈদ ইবনে হানিফ : নব নির্মিত পদ্মাসেতু রেললাইন প্রকল্পের (ঢাকা টু যশোর) সংযোগের রেললাইন (রাস্তা) নির্মানের জন্য যে সমস্ত নির্মান সামগ্রী প্রয়োজন সেই সমস্ত প্রয়োজনীয় মালামাল সামগ্রী নিয়ে ৫ডিসেম্বর বিকেলে প্রথম একটি মালবাহী ট্রেন প্রবেশ করেছে যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া রেলস্টেশনে।
আর এই দৃশ্য দেখতে ওই এলাকায় রাস্তার দু পাশে উৎসুক মানুষের ভীড় ছিল চোখে পড়ার মত। স্থানীয়রা বলেছেন, যশোরের বাঘারপাড়া অঞ্চলে উন্নত যোগাযোগের যুগে এই প্রথম কোন ট্রেন প্রবেশ করলো। এজন্য দিনটি ইতিহাস হয়ে থাকবে। এই ঐতিহাসিক মুহুর্তটি দেখার জন্য দুরদুরান্ত থেকে শত শত কোতুহলী মানুষ। এদিন বিকেলে স্টেশনের আশেপাশে দর্শনার্থীদের ভীড় ছিল চোখে পড়ার মত। এছাড়াও স্টেশন সংলগ্ন তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে গ্রামের নারী, পুরুষ এবং শিশুরা এক নজর ট্রেন দেখার জন্য সকাল থেকেই স্টেশন এলাকায় জড়ো হতে দেখা যায়।
এর আগে যারা সরাসরি কোন দিন ট্রেন দেখিনি তারা এদিন প্রথম ট্রেন দেখে নানা রকম কৌতুহলী মন্তব্য করেন। অনেক লোক সমাগম হওয়ায় এসময় জামদিয়া (স্টেশন) সংলগ্ন তেঘরী ওভার ব্রিজের আশপাশে ভ্রাম্যমান খাবারের দোকান, শীতবস্ত্রের দোকান, ফলের দোকান, চায়ের ফ্লাক্স নিয়ে ঘুরতে দেখা গেছে অনেক ফেরীআলাদের। কয়েকজন বর্ষীয়ান ব্যাক্তি বলেন, এতদিনে এলাকায় অনেক কিছু ছিল না এখন অনেক কিছু হবে। যেমন সুবিধার পাশাপাশি অসুবিধা ও আছে। এজন্য আমাদের কে অনেক বিষয়ে স্বচেতন হওয়ার পাশাপাশি সতর্ক ও হতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.