এস এম মহিদার রহমান, সাতক্ষীরা ঃ জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পইন-২০২৩ উপলক্ষ সাতক্ষীরার সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসারের আয়োজনে বুধবার বিকাল সাড়ে ৩টায় সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিভিল সার্জন অফিসার সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী, ডাঃ আশরাফুল ইসলাম, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মা. আবুল কাশেম, জেলা স্যানিটারী ইন্সপেক্টর রথীদ্র নাথ সরকার। এসময় সেখানে সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ্য জাতি গঠনে জাতীয় ভিটামিন "এ " প্লাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খালিপেটে কোন ক্যাপসুল খাওয়ানো যাবে না। যাকে খাওয়ানো হবে তার সামনে কেটে খাওয়াতে হবে। কাটা অংশ হাত লাগানো যাবে না। ক্যাপসুলের ভেতরের তরল অংশ ব্যতীত অন্য অংশ খাওয়ানো যাবে না। একজন শিশুকে একাধিক ক্যাপসুল খাওয়ানো থেকে বিরত থাকতে হবে।
উল্লেখ্য, আগামী ১২ ডিসেম্বর সাতক্ষীরা সদর হাসপাতালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন হবে। ওই দিন সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এবার জেলার ৭টি উপজেলা, ২ টি পৌরসভা, ৭৮টি ইউনিয়ন ও ২৩৪টি ওয়ার্ড মাট ১ হাজার ৯৪১ টি টিকাদান কেন্দ্র ৯০৫ জন সরকারি স্বাস্থ্য কর্মী ও ৩ হাজার ৮৬৭ জন বেসরকারি স্বাস্থ্য কর্মী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কাজে অংশ গ্রহন করবে। এবছর জেলায় ৬থেকে ১১মাস বয়সী ২৭হাজার ১শত ৮১ জন শিশুকে নীল রং এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ২লক্ষ ২৮ হাজার ৭শত ৮৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন "এ" প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.