মোঃ শহিদুল ইসলাম বাবু / মোঃ জাহাঙ্গীর আলম : বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে যশোর মুক্ত দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ৯টায় যশোর জেলা প্রশাসনের আয়োজনে শহরের টাউন হল ময়দান থেকে বিজয় র্যালী বের হয়।
৬ ডিসেম্বর (বুধবার) যশোরমুক্ত দিবস। মহান মুক্তিযুদ্ধের এ দিনেই হানাদার মুক্ত হয় যশোর।
বেলুন ও পায়রা উড়িয়ে র্যালী’র উদ্বোধন করেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বকুলতলাস্থ বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে শেষ হয়।
র্যালীতে যশোরের বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন বয়সের সাধারণ জনগণ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দ অংশ নেন।
এছাড়া ৬ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত শিশু একাডেমির আয়োজনে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ৬ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত টাউন হল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসন ছাড়াও জেলা জুড়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রুরাল জার্নালিষ্ট ফাউন্ডেশন যশোর জেলা শাখার উদ্যোগে জেলা শাখার সভাপতি সানোয়ার আলম সানু, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ও সদস্য শহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে এক র্যালী বের করা হয়।
এদিকে, যশোর মুক্ত দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে উপশহর এসএম সুলতান ফাইন আর্ট কলেজে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আর্ট ক্যাম্পের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.