আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তর এবং পারমাণবিক স্থাপনায় হামলার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যত দিন না ইসরায়েলের অস্তিত্ব ইরানের হুমকির কারণ হচ্ছে তত দিন হামলা চলবে।
শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানে হামলার পর এক ভিডিও বার্তায় এ হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ভিডিও বার্তাটি হামলার আগে ধারণ করা বলে বিভিন্ন সংবাদমাধ্যমে জানা যায়।
ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল নিজের অস্তিত্বের জন্য ইরানের হুমকিকে প্রতিহত করার জন্য একটি লক্ষ্যবস্তু নির্ধারণ করে সামরিক অভিযান শুরু করেছে। এই হুমকি দূর করতে যত দিন সময় লাগবে তত দিন এই অভিযান চলবে।’
ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা ‘রাইজিং লায়ন’ নামে একটি পূর্বপরিকল্পিত সামরিক অভিযানে ইরানে আঘাত হেনেছে। এই হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো সরাসরি লক্ষ্যবস্তু করা হয়।
এই হামলাটি উচ্চমানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছে জানিয়ে ইসরায়েলের সামরিক মুখপাত্র জানান, এর মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক সক্ষমতা ধ্বংস করা। দুই ডজনেরও বেশি জেট বিমানের সমন্বয়ে পরিচালিত এই অভিযান ছিল নিখুঁতভাবে পরিকল্পিত এবং সুনির্দিষ্ট।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিবৃতিতে ঘোষণা করা হয়, এই হামলার মূল লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতাকে নিষ্ক্রিয় করা। এই কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে।’
ইরানে ইসরায়েলি হামলার পর নিরাপত্তাজনিত কারণে ফ্লাইট স্থগিত করা হয়েছে তেহরানের প্রধান বিমানবন্দর ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে বিমানবন্দরটি সরাসরি কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়নি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.