নিজস্ব প্রতিবেদক: যশোর বেনাপোল সীমান্তে বৃহস্পতিবার (১২ জুন) বিশেষ অভিযান চালিয়ে ২৫ কেজি ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮০ হাজার ৭৮৫ টাকা।
বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল ধান্যখোলা ও বেনাপোল বিওপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় পণ্যসমূহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “দীর্ঘদিন ধরে বিজিবি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে।”
তিনি আরও জানান, বিজিবির এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে সীমান্ত অঞ্চলে মাদক ও চোরাচালান কার্যক্রম কার্যকরভাবে রোধ করা যায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.