আশিকুল ইসলাম, ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা থানা পুলিশের এএসআই (নিঃ) মোঃ ইয়াসিন আলীর পুত্রের নামে নগদ একাউন্টে আসা শিক্ষাবৃত্তির টাকা আত্মসাৎ করতে গিয়ে ধরা খেয়েছে ঝিকরগাছা বাজারের নগদ এজেন্ট বলাকা হার্ডওয়ারের প্রোপ্রাইটর রেজাউল করিম ওরফে রেজা নামের এক ব্যবসায়ী। পরে থানায় আটক করে নিয়ে গেলে সেখানে মুচলেকা দিয়ে মুক্ত হন উক্ত ব্যবসায়ী।
ঘটনা সূত্রে জানা যায়, থানা পুলিশের এএসআই (নিঃ) মোঃ ইয়াসিন আলীর নগদ একাউন্টে তার সন্তানের শিক্ষা উপবৃত্তির টাকা আসে। সেই টাকা তুলতে সিভিল পোশাকে রবিবার (৩ ডিসেম্বর) সকালে ঝিকরগাছা বাসস্ট্যান্ডের নগদ এজেন্ট বলাকা হার্ডওয়ারে রেজাউল করিম ওরফে রেজার নিকট যান। তখন রেজা নগদের পাসওয়ার্ড পরিবর্তন করে একাউন্টে থাকা নয়শত টাকা কৌশলে নিজের একাউন্টে ট্রান্সফার করে নিয়ে বলেন আপনার একাউন্টে সমস্যা আছে। রেজার কথামত পুলিশের এএসআই তার একাউন্ট ঠিক করতে পাশ্ববর্তী হল রোডের নগদ এজেন্ট হান্নান আলীর নিকটে গেলে তিনি জানান ৫ মিনিট আগেই একাউন্ট থেকে টাকা উত্তোলন করা হয়েছে। পরবর্তীতে মোঃ ইয়াসিন আলী বলাকা হার্ডওয়ারে গেলে রেজা কোনো সদুত্তর দিতে না পারায় তাৎক্ষনিক জরুরী ডিউটি অফিসার এসআই (নিঃ) মেজবাহ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এর আগেও এই ব্যবসায়ীর বিরুদ্ধে সাধারণ মানুষের সাথে দূর্ব্যবহার করার অভিযোগ আছে।
ভুক্তভোগী ইয়াসিন আলী বলেন, একজন ব্যবসায়ী এভাবে মানুষকে ঠকাবে এটা মেনে নেওয়া যায় না। আমি পুলিশের লোক তবুও আমার সাথে সে এরকম প্রতারণার আশ্রয় নিয়েছে। তাহলে সাধারণ জনগণের সাথে কি হয় সেটা আপনারা বুঝে নিন।
নগদ এজেন্ট রেজা বলেন, আমি পিন সেটাপ করতে গিয়ে সমস্যা হয়। পরবর্তীতে টাকা উত্তোলন করার পর তাকে টাকা দেওয়ার জন্য খুঁজে পায়নি। ফোন বাদেই কিভাবে টাকা উত্তোলন করলেন এ প্রশ্নের উত্তরে তিনি বলেন টাকা আগেই ট্রান্সফার হয়ে গিয়েছিল।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, এএসআই ইয়াসীনের অভিযোগের ভিত্তিতে রেজাকে থানায় নিয়ে আসা হয়। পরে তার পরিবারের লোকজনকে অবগত করে ভবিষ্যতে এমন কাজ করবে না বলে প্রতিশ্রুতিতে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা মাঝখান থকে হ্যাকাররা তুলে নেয় বলে অভিযোগ পাওয়া যায়। এর সাথে এবার এজেন্টদের প্রতারণার বিষয়টি সামনে আসলো। সাধারণ মানুষ এই বিষয়ে প্রশাসনের কড়া পদক্ষেপ দাবী করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.