এসএম স্বপন: দেশে খাদ্য দ্রবের বাজার নিয়ন্ত্রনে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে এবার আলু আমদানি শুরু হয়েছে।
শনিবার (০২ নভেম্বর) দুপুরে বন্দর থেকে আমদানিকৃত আলু খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ১০ টার দিকে ৩টি ট্রাকে ৭৪ মেট্রিক টন আলু আমদানি হয়। শুক্রবার সরকারি ছুটি থাকায় এদিন আলুর চালানটি ছাড় করনের কাজ হয়নি।
আলুর আমদানিকারক প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ। রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস।
জানা যায়, দেশে নিত্য পণ্যের বাজার উধ্বগতি রুখতে ও সিন্ডিকেট ভাঙতে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় আলু আমদানির সিদ্ধান্ত নেয়। এতে দেশে ৭৭টি আবেদনের বিপরীতে ১২ জন আমদানিকারককে ভারত থেকে ৫০ হাজার টন আলু আমদানির অনুমতি দেয় সরকার।
আমদানিকারক জানান, প্রতি মেট্রিক টন আলুর কাস্টমস শুল্কায়ন মূল্য ১৮০ ডলার। প্রতি কেজি আলুতে ডিউটি দিতে হচ্ছে ৬.৭০ টাকা। আলু কেনা, এল সি খরচ এবং ডিউটিসহ প্রতি কেজি আলু আমদানির খরচ পড়ছে প্রায় ২৭ টাকা। ফলে বাজারে ৩০ টাকার মধ্যে সরবরাহ করা সম্ভব হবে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালানে ৭৪ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। দ্রুত ছাড়করনের সহযোগীতা আমদানিকারকদের করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.