এস এম মহিদার রহমান, সাতক্ষীরা ঃ সাতক্ষীরা শহরের মিলবাজার সংলগ্ন ৩৩ বিজিবি ক্যাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় ভারতীয় প্রকৌশলী অসীম কুমার বিশ্বাস ও তাঁর স্ত্রী ছবি বিশ্বাস নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক রেজাউল করিম বাবু ও হেলপার ইয়াকুব হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৬ এর সদস্যরা।
রবিবার (২৬ নভেম্বর) ভোর রাত ৪টার দিকে কালিগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এরপর বেলা সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার এ.এসপি নাজমুল হক।
গ্রেফতারকৃত ট্রাক চালক রেজাউল করিম বাবু (৩৮) কালিগঞ্জ উপজেলার চালতাবাড়ীয়া গ্রামের মৃত কাউছার আলী খাঁর ছেলে এবং হেলপার ইয়াকুব হোসেন (২২) একই এলাকার ফজর আলী গাজীর ছেলে।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার (দায়িত্বপ্রাপ্ত) এ.এসপি মো. নাজমুল হক জানান, শনিবার (২৫ নভেম্বর) সকালে ভারতীয় প্রকৌশলী অসীম কুমার বিশ^াস ও তার স্ত্রী ছবি বিশ^াস সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মিলবাজার সংলগ্ন সাতক্ষীরা ৩৩ বিজিবি ক্যাম্পের সামনে তাদের বহনকারী প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারা যান। এঘটনায় তাদের নিকট আত্মীয় বিরেন সাহা বাদী হয়ে উক্ত ট্রাকের চালক ও হেলপারকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেফতারে অভিযান শুরু করেন। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জে থানা এলাকায় অভিযান চালিয়ে ঘাতক ট্রাক চালক রেজাউল করিম বাবু ও হেলপার ইয়াকুব হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হন। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.