নিজস্ব প্রতিবেদক : গত বৃহস্পতিবার রাতে যশোর র্যাব-৬ এর সদস্যরা বেনাপোলে এসএ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে।
যশোর র্যাব-৬ এর অধিনায়ক মেজর সাকিব হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি প্রতিদিন শতাধিক পাসপোর্টধারী যাত্রী বিভিন্ন প্রকারের ভারতীয় বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের পণ্য বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে নিয়ে আসে। তারা বেনাপোল এসে তাদের সাথে থাকা পণ্যগুলো এসএ পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে পাঠিয়ে থাকে। তবে এসব পণ্য পাঠানোর জন্য এসএ পরিবহনকে মোটা অংকের টাকা গুণতে হয়। এ ধরনের সংবাদে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বেনাপোল এসএ পরিবহন অফিসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসএ পরিবহনের অফিস তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য কয়েক লাখ টাকা হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, এ সংক্রান্ত বিষয় নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসএ পরিবহন পার্সেল এন্ড সার্ভিস ব্যবসার আড়ালে ভারত থেকে আসা পণ্য পাচার করে থাকে। মোটা অংকের টাকার বিনিময়ে তারা এ ব্যবসা করে আসছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.