আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র এক হাজার ১০০ ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। তাদের বেশির ভাগই ছিলেন অবৈধভাবে বসবাসকারী।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।
প্রতিবেদনে বলা হয়, গত জানুয়ারি থেকে চলতি মে মাস পর্যন্ত অন্তত ১ হাজার ১০০ ভারতীয়কে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে ৬২ শতাংশ ভারতীয় বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফেরেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধির জয়সওয়ালকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, যাদের প্রত্যাবর্তন করা হয়েছে, তারা হয় সেখানে অবৈধভাবে বসবাস করছিলেন অথবা অবৈধভাবে ভ্রমণ করছিলেন।
গতকাল এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘অবৈধভাবে যাওয়া বা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করা ভারতীয়দের ফেরত আনতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। যেসব ভারতীয়কে ফেরত পাঠানোর বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়, তাদের আমরা ফিরিয়ে নিচ্ছি।’
অভিবাসন-সংক্রান্ত বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রয়েছে জানিয়ে রণধির জয়সওয়াল আরও বলেন, ‘আমরা আশা করি, মার্কিন কর্তৃপক্ষ ভিসার আবেদন মূল্যায়নের ক্ষেত্রে যোগ্যতাকে গুরুত্ব দেবে এবং ভারতীয় শিক্ষার্থীরা যথাসময়ে তাদের একাডেমিক প্রোগ্রামে যোগ দিতে পারবে।’
ট্রাম্প প্রশাসন সম্প্রতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসার সাক্ষাৎকার স্থগিত করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোকে নতুন শিক্ষার্থী ভিসার ইন্টারভিউ না নেওয়ার নির্দেশ দিয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, প্রায় ১৮ হাজার ভারতীয় নাগরিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.