নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রয়েছে।
আজ রবিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ নিবন্ধন বাতিল সংক্রান্ত লিভ টু আপিল খারিজ করে দেন।
এদিন কার্যতালিকার ৩ নম্বরে ছিল মামলাটি। হরতালের কারণে আইনজীবী আসতে পারবেন না জানিয়ে জামায়াত আপিল বিভাগে ৬ সপ্তাহ সময় চাইলেও আদালত তা গ্রহণ করেননি।
এর আগে গত ১২ নভেম্বর জামায়াতের করা আপিলের শুনানির জন্য সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৯ নভেম্বর শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেন।
এদিকে হাইকোর্ট বিভাগের রায়ে নিবন্ধন অবৈধ করার বিরুদ্ধে লিভ টু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা চেয়ে এবং জামায়াতের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রিট আবেদনকারীদের করা অপর একটি আবেদনও একইসঙ্গে শুনানির জন্য রয়েছে।
প্রসঙ্গত, একটি রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরে একই বছরের ২ নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে জামায়াতে ইসলামী লিভ টু আপিল করে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.