নিজস্ব প্রতিবেদক : নিজেকে খ্রিস্টান ধর্মের অনুসারী দাবি করে দ্রুত বাংলাদেশ থেকে তাকে উদ্ধারের দাবি করেছেন বর্তমান সময়ের আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক। এজন্য তিনি ইসরায়েল সরকারের সহযোগিতা চেয়েছেন। এরইমধ্যে নিজের মুখের দাড়ি-গোফ কেটে ফেলেছেন তমিজী হক। বৃহস্পতিবার রাতে তার মুখে দাড়ি থাকলেও শুক্রবার তিনি তা কেটে ফেলেছেন। একইদিন রাতে ঢাকা টাইমসের হাতে এমন একটি ভিডিও এসেছে।

এদিকে তমিজি হককে গ্রেপ্তার করতে বৃহস্পতিবার রাত থেকে র‌্যাব তার গুলশানের বাসা ঘিরে রেখেছে। বৃহস্পতিবার বাসার ভিতরে প্রবেশ করলেও র‌্যাব তাকে গ্রেপ্তার করতে পারেনি।

ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, ‘আমি ইসরায়েলের কাছে অভিযোগ করতে চাই, বর্তমানে আমি বাংলাদেশে। গত তিনদিন আমার বাসায় পানি, বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি ঘরে খাবার নেই, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। সে মানুষিকভাবে বিপর্যস্ত। দ্রুত আমাদের উদ্ধার করা দরকার। আমার মা অর্ধেক…! আমি জন্মসূত্রে খ্রিস্টান, আমার খ্রিস্টান কমিউনিটির কাছে সহযোগিতা চাই এবং ইসরায়েলের নাগরিকত্ব চাই।’

বিভিন্ন সময় হেফাজতের নেতা মামুনুল হক সহ বিভিন্ন ইস্যুতে বেশ সরব ছিলেন তমিজী হক। প্রতিবছর ওমরা করেন বলেন এতোদিন দাবি করেছেন। মুখে রেখেছিলেন দাঁড়ি। হঠাৎ তিনি ভোল পাল্টে নিজেকে খ্রিস্টান দাবি করছেন। যা তিনি অতীতে করেননি। র্যাব বলছে, নিজের গ্রেপ্তার এড়াতে এসব করছেন তমিজী হক। আন্তজার্তিক বিভিন্ন মহলের নজরে আসতে চাইছেন।

এদিকে সাইবার নিরাপত্তা আইনে মামলা ও একটি সার্চ ওয়ারেন্ট থাকায় বিতর্কিত ব্যবসায়ী আদম তমিজী হককে যেকোনো সময় গ্রেপ্তার করা হবে জানিয়েছে র‌্যাব। বৃহস্পতিবার র‌্যাব তাকে আটকে ব্যর্থ হলে তমিজী হকের বাসার পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। কারণ এ দিন তমিজী হক হুমকি দেন তাকে আটক করা হলে তিনি আত্মহত্যা করবেন; এরপরই র‌্যাব সেখান থেকে পিছু হটে।

গত সেপ্টেম্বরে ফেসবুক লাইভে নিজের পাসপোর্ট পুড়িয়ে এবং নিজ দল আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে ব্যাপক আলোচনায় আসেন। এরপর তাকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। আদম তমিজীর ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে। সুত্র: ঢাকা টাইমস।