নিজস্ব প্রতিবেদক : মোংলা বন্দরের পশুর নদে ৮০০ মেট্রিক টন জ্বালানি কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ সময় জাহাজে থাকা ১২ জন কর্মকর্তা-কর্মচারী তাৎক্ষণিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
শুক্রবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে পশুর নদের ডুবোচরে আটকে তলা ফেটে যায় “এমভি প্রিন্স অব ঘষিয়াখালী” নামের ওই কার্গো জাহাজটির।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহ-সভাপতি মাইনুল ইসলাম মিন্টু ও কার্গো জাহাজ মালিক মো. বশির হোসেন।
তারা জানান, মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে কয়লাবোঝাই করে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে রওনা হয় কার্গো জাহাজটি। শুক্রবার সকালে পশুর নদের পূর্বপাড়ের অংশের ডুবোচরে আটকে যায় জাহাজটি। তলা ফেটে গেলে যথাসম্ভব বাঁচাতে দ্রুত চালিয়ে চরে উঠিয়ে দেন মাস্টার। তারপরও শেষরক্ষা হয়নি। ভাটায় জাহাজের সামনের ও পেছনের অংশ দেখা গেলেও জোয়ারের সময় ডুবে থাকছে বেশিরভাগ অংশই।
জাহাজ মালিক বশির হোসেন বলেন, “ডুবোচরে আটকে তলা ফেটে যায় জাহাজটির। এ সময় মাস্টার (চালক/ড্রাইভার) জাহাজটিকে দ্রুত চালিয়ে চরকানার চরে উঠিয়ে দেন।”
এ ঘটনায় জাহাজসহ পরিবহন করা কয়লার বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.