সিলেট প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পূর্ব মূহূর্তে সিলেট নগরের বারুতখানা এলাকায় মশাল মিছিল থেকে সড়কে আগুন দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এসময় পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মিছিল থেকে তিনজন ও আগুন দেয়ার সময় থেকে আরও চারজনকে আটক করেছে পুলিশ।
১৫ নভেম্বর, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে একদল লোক মশাল মিছিল বের করে আতঙ্কের সৃষ্টি করে। পুলিশ জানমালের নিরাপত্তায় তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ।
এদিকে, নির্বাচনী তফসিল ঘোষণা উপলক্ষে যেকোন পরিস্থিতি মোকাবেলায় সিলেটে সতর্ক ও প্রস্তুত রয়েছে পুলিশ ও র্যাব। নগরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সিলেট নগর ও উপকণ্ঠের প্রতিটি মোড় এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও অবস্থান। র্যাব-৯ এর ‘রোবাস্ট পেট্রোল’ টিমসহ রয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.