মোঃ জাহাঙ্গীর আলম : ১৩ নভেম্বর বেলা সাড়ে ১০টার সময় বাংলাদেশ প্রেস কাউন্সিল ভবনে প্রেস কাউন্সিলের আয়োজনে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাথে 'সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে শীর্ষক' এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপারিনটেনডেন্ট মোঃ শাখাওয়াত হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন আরজেএফ’র নবনির্বাচিত চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম ও মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ।
মতবিনিময় সভায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের বা রাষ্ট্রের যে কোন সংকটে গণমাধ্যমকে নিরপেক্ষতার পরিচয় দিতে হবে। রাষ্ট্রের যে কোন প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাথে আরজেএফ’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরজেএফ’র ভাইস চেয়ারম্যান মাহবুব আরা দুলু, মোঃ ছিদ্দিকুর রহমান আজাদী, ভো্রের চেতনা পত্রিকা স্টাফ রিপোর্টার মোঃ নাসিম খান, যুগ্ম মহাসচিব লুৎফুন নাহার রিক্তা, অর্থ সচিব মোঃ ফারুকুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নূর আলম সিদ্দিকী মানু, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ সানোয়ার আলম সানু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন, মহিলা সম্পাদক উর্মী রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক এম আর এ সুজন মাহমুদ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ মাসুদ আলম, সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতী মাওলানা আজীম উদ্দিন আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক নাহিদা আক্তার পপি, সহ-নারী উদ্যোক্তা বিষয়ক সম্পাদক জেসমিন নাহার, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন, জনকল্যাণ বিষয়ক সম্পাদক লায়ন মনোয়ারা বেগম, স্থায়ী পরিষদ সদস্য ও গ্রামের সংবাদ পত্রিকার সহকারি সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য মোঃ আনিচুর রহমান হিটলু, কাজী কামরুল ইসলাম, সাধারণ পরিষদ সদস্য আজিজুর রহমান দুলাল, মোঃ ইউসুফ আলী।
এসময় আরজেএফ’র জাতীয় কাউন্সিলে নির্বাচিত ১০১ সদস্য বিশিষ্ট জাতীয় কার্যনির্বাহী কমিটির তালিকা বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সচিবের হাতে হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.