সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারীতে খেক্কর-ভ্যান মুখোমুখি সংঘর্ষে রাকিব শেখ (২৩)নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছে।
নিহত রাকিব সেখ ময়না গ্রামের আকছেদ শেখের ছেলে।
শুক্রবার (২৩ মে)উপজেলার ঠাকুরপুর এলাকায় সকাল সোয়া ৭টার দিকে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রাকিব ময়না ইউনিয়নের ঠাকুরপুর বাজার থেকে ভ্যানযোগে ময়না বাজারের দিকে যাচ্ছিল। ঠাকুরপুর ব্রীজ পার হবার পর বিপরীত দিক মহম্মদপুর থেকে ইটবোঝাইকৃত দ্রুত গতির খেক্কর ও ভ্যান মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় ভ্যান যাত্রী রাকিব মাথায় প্রচন্ড আকারে আঘাত পেয়ে মাথার মগজ বের হয়ে যায়।
এসময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রাকিব সেককে ঢাকায় রেফার করে। ঢাকা যাবার পথে পদ্মা সেতু ব্রীজের ওঠার আগে সকাল ১১ টার দিকে রাস্তায় মারা যায়।
ময়না ইউপি চেয়ারম্যান আব্দুল হক মৃধা বলেন, খেক্কর আর ভ্যান মুখোমুখি সংঘর্ষে ময়না গ্রামের রাকিব নামের একটি আহত হয়। তাকে ঢাকা নেওয়ার পথে। পথের মধ্যেই মারা যায়।
থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, শুক্রবার সকালে ঠাকুরপুর ব্রীজের কাছে ইট বুঝাই করা খেক্কর আর ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যানের যাত্রী রাকিব নামের একজন আহত হয়। শুনেছি তাকে ঢাকা নেওয়ার সময় পথের মধ্যেই মারা গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.