আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ১৩২ জনের প্রাণহানি হয়েছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, উদ্ধার অভিযানে সহায়তার লক্ষে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
ভূমিকম্পটি শুক্রবার গভীর রাতে হিমালয়ের দেশটির সুদূর পশ্চিমে আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের পরিমাপে ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। খবর এএফপি’র।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ফুটেজে স্থানীয়দের ধসে পড়া বাড়ি ও ভবনের ধ্বংসাবশেষ থেকে বেঁচে যাওয়া লোকজনকে বের করে আনতে অন্ধকারে ধ্বংসস্তুপের মধ্য দিয়ে খনন করতে হচ্ছে।
জরুরী যানবাহনের সাইরেন বেজে উঠলে জীবিত ব্যক্তিরা নিরাপত্তার জন্য বাইরে এসে ভীঁড় করে।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল থেকে প্রায় ৫শ’ কিলোমিটার দূরবর্তী জুমলার ৪২ কিলোমিটার দক্ষিণে ভারতের রাজধানী নয়াদিল্লি পর্যন্ত অনুভূত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টরাই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দ’ুটি জেলার কথা উল্লেখ করে এএফপি’কে বলেছেন, ‘জাজারকোটে ৯২ জন ও রুকুমে ৪০ জন মারা গেছে।’
জাতীয় পুলিশের মুখপাত্র কুবের কাথায়াত বলেন, কর্তৃপক্ষ উভয় জেলা জুড়ে শতাধিক আহত হয়েছে।
কর্নালি প্রদেশের পুলিশের মুখপাত্র গোপাল চন্দ্র ভট্টরাই এএফপিকে বলেন, ‘মৃতের সংখ্যা ১৩২- এ পৌঁছেছে এবং অন্তত ১০০ জন আহত হয়েছে।’ প্রত্যন্ত অঞ্চলে ভূমিকম্প আঘাত হানার কারণে প্রকৃত তথ্য পাওয়া কঠিন।’ তবে ভট্টরাই বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য ব্যাপকভাবে নেপালি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি আরো বলেন, ‘কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় আমরা বিকল্প পথ দিয়ে এলাকায় পৌঁছানোর চেষ্টা করছি।’
এদিকে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে প্রচন্ড ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সুত্র--- বাসস।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.