নিজস্ব প্রতিবেদক : ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রচেষ্টায় রাজধানীর মতিঝিলের শাহজালাল ইসলামী ব্যাংকের পাশের তিন তলা বিল্ডিংয়ের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (১৭ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, সন্ধ্যা ৬টার দিকে আগুনের এই ঘটনা ঘটে। ৬টা ১৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ৬টা ২৮ মিনিটে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে একে একে যোগ হয় আরও ৩টি ইউনিট।
প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবরও এখন পর্যন্ত জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.