গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্টোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
৩০ অক্টোবর, সোমবার রাত সোয়া ৮টার দিকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ফাহিম আসজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ফাহিম আসজাদ জানান, সোমবার রাত ৮টার দিকে ভাওয়াল বদরে আলম কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে ৮-১০জন পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করার পর দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসের কিছু অংশ পুড়ে গেছে। পরে স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলে। এতে বাসের কিছু অংশ পুড়ে গেছে।
তবে বিএনপি জামাতের অবরোধ কর্মসূচির সমর্থনে না বেতন বাড়ানোর দাবিতে বিক্ষুদ্ধ গার্মেন্টস শ্রমিকরা বাসে আগুন দিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
গাজীপুর মহানগরের বাসন থানার ওসি মো. আবু সিদ্দিক জানান, কোনাবাড়ী থেকে গাজীপুর চান্দনা চৌরাস্তাগামী অনাবিল পরিবহনের একটি বাস যানজটে পড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে দাঁড়িয়ে ছিল। ওই সময় গাড়িতে তিনজন যাত্রী ছিল। হঠাৎ ৮-১০জন লোক যানজটে থাকা বাসে উঠে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এ সময় বাসে থাকা চালক ও যাত্রী দ্রুত নেমে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে কে বা কারা আগুন লাগিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.