ডেস্ক রিপোর্ট : বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশে রাজধানীর কাকরাইল মোড় এলাকায় ‘প্রেস’লেখা ভেস্ট পরে বাসে আগুন দেয়া যুবক রবিউল ইসলাম নয়ন। বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের ঢাকা দক্ষিণের সদস্য সচিব তিনি। তবে তাকে শনাক্ত করা গেলেও এখনো গ্রেপ্তার করা যায়নি এ যুবদল নেতাকে।
সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, গত ২৮ অক্টোবর ওই অঞ্চলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে। ২০১৩-১৪ সালে সহিংসতার সঙ্গেও জড়িত ছিলেন এই ব্যক্তি। তখন বাসে আগুন দেয়ার একাধিক ঘটনায় তাকে গ্রেপ্তারও করা হয়েছিল।
হারুন বলেন, পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে অনুসন্ধান শুরু করছে। গাড়িতে আগুন দেয়াসহ পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের সংঘর্ষের ফুটেজ বিশ্লেষণের পর আমরা নিশ্চিত হয়েছি, বাসে আগুন দেয়া যুবক যুবদলের ঢাকা দক্ষিণের সদস্য সচিব। তাকে খোঁজা হচ্ছে। বেশকিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে রবিউলের নেতৃত্বে বাসে আগুন দেয়া হচ্ছে। ইতোমধ্যে তাকে গ্রেপ্তারের জন্য কাজ শুরু হয়েছে। রবিউলকে গ্রেপ্তার করতে পারলে তার সঙ্গে কারা ছিল, তাদেরও পরিচয় নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.