আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় আলেম মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিল গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মাওলানা তারিক জামিল নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পাকিস্তানের গণমাধ্যম সামা টিভি জানিয়েছে, স্থানীয় সময় রবিবার (২৯ অক্টোবর) পাঞ্জাবের খানেওয়াল জেলার তুলাম্বা তহসিলে গুলিবিদ্ধ হন আসিম জামিল। তাকে উদ্ধার করে দ্রুত তুলাম্বা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পাকিস্তানের মুলতানের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) সোহেল চৌধুরী জানিয়েছেন, বুকে গুলি লেগে মাওলানা আসিম জামিলের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, পরে তারা এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারবেন।
তিনি বলেন, তার মৃত্যুর বিষয়টি পুরো পরিবেশকে শোকাবহ করে তুলেছে।
তিনি আরও বলেন, এই শোকাবহ পরিস্থিতিতে আপনাদের কাছে অনুরোধ আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।
পাঞ্জাবের আইজিপি ডক্টর উসমান আনোয়ার মুলতান পুলিশকে ফরেনসিক রিপোর্টের আলোকে মৃত্যুর কারণ নির্ধারণের নির্দেশ দিয়েছেন।
এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও মুসলিম লীগের (এন) প্রধান শাহবাজ শরীফ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.