জাতীয় সংবাদ | তারিখঃ অক্টোবর ২৮, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 2501 বার
ডেস্ক রিপোর্ট : বিএনপির সমাবেশকে ঘিরে রাজধানীতে ৩ টি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঘটে শনিবার বিকেলে কাকরাইল, মালিবাগ ও কমলাপুরে । এদিন বিকেল সাড়ে ৪ টার দিকে মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে কমলাপুরে বিআরটিসির একটি বাসেও আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিকেলে মৌচাক ফ্লাইওভারে বলাকা বাসে ও কমলাপুরে বিআরটিসি বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে আগুনে বাস দুটি পুড়ে গেছে।
কিন্তু কীভাবে আগুন লেগেছে, সেই তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। অন্যদিকে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে কাকরাইল মোড়ে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ডিএমপির রমনা থানার ওসি আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, কাকরাইল মোড়ে একটি বাসে আগুনের ঘটনা শুনেছি। তবে কে বা কারা আগুন দিয়েছে সেই তথ্য জানা যায়নি।