সানজিদা আক্তার সান্তনা : যশোরে মাদক মামলায় শার্শার কুখ্যাত মাদক ব্যবসায়ী ফুলছুদ্দিন খাঁ'র যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি ফুলছুদ্দিন খাঁ শার্শা উপজেলার পাকশিয়া গ্রামের সুলতান খাঁ'র ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৯ নভেম্বর গভীর রাতে বিজিবির কাছে খবর আসে শার্শার শিববাস গ্রামের এক ব্যক্তি মাদক নিয়ে অবস্থান করছেন। তাৎক্ষণিক একটি টিম সেখানে অভিযান চালায়। বিজিবি ঘটনাস্থলে হাজির হলেই ফুলছুদ্দিন পালানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে তাকে তল্লাশি করে হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় শালকোনা বিওপির নায়েক বাবর আলী বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ১৩ জানুয়ারি শার্শা থানার এসআই সাহাবুল আলম ফুলছুদ্দিন খাঁ'কে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমাদেন। সর্বশেষ বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণার দিনে বিচারক ফুলছুদ্দিন খাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদন্ডের আদেশ দেন।
আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ২০১৮ সালে তিনি ৫১ বোতল ফেনসিডিলসহ আটক হন। এছাড়া তার নামে আরো হাফ ডজনের বেশি মাদক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.