নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আমি এখনও ব্যক্তিগতভাবে বলতে পারি পরিবেশটা পুরোপুরি (নির্বাচনের) অনুকূলে নাই, তবে এর অর্থ এই নয় যে নির্বাচন করবো না। আমি নৌকা চালাই; স্রোতের অনুকূলে চালাতে পারি, প্রতিকূলে হলেও আমাকে চালাতে হবে। আমাকে নৌকা চালাতে হবে, সেটা প্রতিকূল হলেও চালাতে হবে।’
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) নির্বাচন ভবনে গণমাধ্যম সম্পাদকদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে, সিইসিকে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘আপনি প্রিজাইডিং অফিসারকে বলেছেন যদি নির্বাচন ঠিক মতো না হয় তাহলে লিভ ইট (বন্ধ করে দেবেন)। তাহলে পুরো দেশে যদি নির্বাচন ঠিকমতো না হয় তখন আপনি কী করবেন?’
এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘তাহলে নির্বাচন হবে না, আবার হবে। তাহলে পুরো দেশে নির্বাচন বন্ধ হয়ে যাবে না, ওই কেন্দ্রে নির্বাচন বন্ধ করে দিয়ে আবার করবো। উই হ্যাভ টু বি কারেজিয়াস, উই হ্যাব টু ডু দ্যাট।’
আজ গণমাধ্যম সম্পাদকদের এক কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন (ইসি)। এতে অতিথিদের পাঠানো আমন্ত্রণপত্রের সঙ্গে একটি ধারণাপত্রও পাঠিয়েছিল ইসি। সেখানে বলা হয়েছে, ‘আসন্ন সংসদ নির্বাচন প্রশ্নে সরকার ও কমিশনের বিষয়ে কতিপয় রাজনৈতিক দলের গণমাধ্যমে প্রচারিত অনাস্থা কাটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে জনগণের আস্থা অর্জনের প্রয়াস আমরা অব্যাহত রেখেছি। তবে অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের জন্য যে অনুকূল পরিবেশ প্রত্যাশা করা হয়েছিল সেটি এখনো হয়ে ওঠেনি।’
ধারণাপত্র প্রসঙ্গে সিইসি বলেন, ‘আমি নিজেই লিখতে পারি, নিজেই টাইপ করতে পারি। সেজন্য হয়তো কিছু ভুলভ্রান্তি হতে পারে। ওখানে যে কথাটা বলেছি তা খুব আন্তরিকভাবে বলেছি। প্রথম থেকে যেদিন দায়িত্ব নিলাম সেদিন থেকেই বাধা দেখছি- আপনারা কী পারবেন? এটা হয়েছে সেটা হয়েছে ইত্যাদি ইত্যাদি....। ফিল্ড টা যে খুব মসৃণ তা কিন্তু নয়। কিছু কিছু কাঁটা আছে। সেজন্য আমরা আবেদন করেছি। আপনারা চেষ্টা চালিয়ে যান, পরিবেশ যাতে আরও অনূকূল হয়ে উঠে।’
তিনি বলেন, ‘ভাষাটা হয়তো আর্টিকুলেশন রং (স্পষ্ট উচ্চারণগত ভুল) হয়ে গেছে। আমি এখনো ব্যক্তিগতভাবে বলতে পারি পরিবেশটা পুরোপুরি অনুকূলে নাই। তবে এর অর্থ এই নয় যে নির্বাচন করবো না। আমি নৌকা চালিয়ে স্রোতের অনুকূলে চালাতে পারি, প্রতিকূলে হলেও আমাকে চালাতে হবে। আমাকে নৌকা চালাতে হবে, সেটা প্রতিকূল হলেও চালাতে হবে।’
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.