আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে একমত হওয়ার পরপরই সব বিমানের জন্য নিজের আকাশসীমা খুলে দিয়েছে পাকিস্তান।
আজ শনিবার (১০ মে) এক বিবৃতিতে এ তথ্য জানায় পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ। খবর আল-জাজিরা ও বিবিসির
রাষ্ট্রায়ত্ব সংস্থাটি জানায়, দেশের আকাশসীমা সব ফ্লাইটের জন্য পুনরুদ্ধার করা হয়েছে।
কয়েক দিন ধরে পাল্টাপাল্টি হামলা চলছিল দেশ দুটিতে। এর মধ্যে আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে ঘোষণা করেন, ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে।
এরপরই ভারত ও পাকিস্তান আলাদাভাবে অস্ত্রবিরতিতে যাওয়ার তথ্য নিশ্চিত করে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, ভারত ও পাকিস্তান অবিলম্বে অস্ত্রবিরতি কার্যকর করতে রাজি হয়েছে। এক্স হ্যান্ডেলে ইসহাক দার বলেন, পাকিস্তান সব সময়ই এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করেছে। এ ক্ষেত্রে তারা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার সঙ্গে কোনো আপস করেনি।
এরপর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ভারতের অস্ত্রবিরতির সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। স্থানীয় সময় শনিবার বিকেল ৫টা থেকে স্থল, বিমান ও নৌবাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রাখছে বলে জানান তিনি।
বিক্রম মিশ্রি আরও জানান, ‘পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স ভারতীয় সময় তিনটা ৩৫ মিনিটে ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্সকে ফোন করেছিলেন। তাদের দুজনের মধ্যে স্থির হয়েছে আজ ভারতীয় সময় বিকেল পাঁচটা থেকে দুই পক্ষই সব ধরনের গোলাগুলি এবং স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে।’
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.