সানজিদা আক্তার সান্তনা : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যশোরে আরও একজনের মৃত্যু হয়েছে। গত রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত মরিয়ম বেগম (৫০) নামে এই নারী যশোরের ঝিগারগাছার মনসুর আলীর স্ত্রী।
জেলা সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডাঃ অনুপম দাস জানান, মরিয়ম বেগম দীর্ঘদিন বাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। স্বজনরা প্রথমে ঝিগারগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ২২ অক্টোবর যশোর জেনারেল হাসপাতলে রেফার করেন। পরে গত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যশোরে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে।
ডাক্তার অনুপম দাস আরো জানান, যশোরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে। তবে, মশার উপদ্রব বেশি থাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। তাই সবাইকে মশা নিধনে সচেতন হতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.