নিজস্ব প্রতিবেদক : সাবেক যোগাযোগমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।
শোক বার্তায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সদ্য প্রয়াত আবুল হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এর আগে সাবেক এই মন্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। বুধবার সকালে এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া আবুল হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও।
হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার ভোরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান সৈয়দ আবুল হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
এদিন আবুল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ভাগনে ও ডাসার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন জানান, মঙ্গলবার দুপুরে ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন সৈয়দ আবুল হোসেন। বিকালে জানান তার শরীর খারাপ লাগছে।
সাখাওয়াত জানান, এরপরই আবুল হোসেনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। রাত ২টা ২৫ মিনিটে সেখানে তার হার্ট অ্যাটাক হয়। এর কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
প্রয়াত এ রাজনীতিবিদের পারিবারিক সূত্র ঢাকা টাইমসকে জানিয়েছে, আবুল হোসেনের মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ফ্রিজে রাখা হয়েছে। তার দুই মেয়ে দেশের বাইরে আছেন। একজন আজ বুধবার, আরেকজন বৃহস্পতিবার ফিরবেন। এরপর সিদ্ধান্ত হবে কবে কোথায় দাফন হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.