সনত চক্র বর্ত্তী,ফরিদপুর :ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ মে) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী এ জরিমানা করেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বারখাদিয়া গ্রামে মো. আবুল কালাম (৫৫) ফসলি জমি থেকে বেকু দিয়ে মাটি কেটে ইটভাটা সহ বিভিন্ন জায়গায় ভরাট কাজে বিক্রি করছে। সোমবার বিকালে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী সরজমিনে পৌঁছে আদালত বসিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো: আবুল কালামকে ১ লক্ষ টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, ফসলি জমি থেকে বেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.