নিজস্ব প্রতিবেদকঃ নীলফামসরীর ডিমলায় পূর্ব শত্রুতার জেরে নিরীহ স্কুল শিক্ষক আকমল হোসেন লিটুর সাড়ে তিন বিঘা জমির অপরিপক্ক ভুট্টা সন্ত্রাসী কায়দায় লুট করে নিয়ে গেল দুর্বৃত্তরা । জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল করেও ডিমলা থানা পুলিশের কাছ থেকে কোন প্রতিকার না পাওয়ায়া হতাশা ও প্রকাশ করেন তিনি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ঐ ভুক্তভোগী পরিবারটি। এ বিষয়ে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন তারা।
নীলফামারীর ডিমলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা গ্রামের প্রধান শিক্ষক মৃত মতিয়ার রহমোানের ছেলে খগাখড়িবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকমল হোসেনের লিঠু পৈত্রিক সূত্রে প্রাপ্ত ২ একর ৪ শতক জমিত চলতি মৌসুমী ৪ ভাই-বোন মিলে ভূট্টা চাষবাদ করেন। বর্তমানে ভুট্টা পাক ধরেছে কিন্তু,পরিপক্ক না হওয়ায় ঘরে তোলার উপযুক্ত সময হয়নি এখনো ।
পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে আশরাফুল ইসলাম আশার নেতৃত্বে ৩০/৩৫ জন দুর্বৃত্ত সন্ত্রাসীরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া রোববার ভোরে প্রায় দেড় একর জমির অপরিপক্ক ভূট্টার মোছা ছিড়ে ৩ টি ট্রাক্টরে নিয়ে যায়। যাহাতে ভূট্টার পরিমান ২ শত মনে প্রায় আড়াই লক্ষ টাকার ভুট্টা লুটতরাজ করে নিয়ে যায় ।
সংবাদ পেয়ে আকমল হোসেন লিঠু তার ৩ বোন মারজুয়ারা বেগম, মরুফা বেগম ও রওয়ানা মারজিয়া ঘটনা স্হালে গিয়ে বাধা দেয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা মারপিট ও মেরে ফেলার হুমকি দেয়। নিরুপায় হয়ে আইনী সহায়তা পেতে জরুরী জাতীয় সেবা ৯৯৯ নম্বরে কল করেও ডিমলা থানা পুলিশের পক্ষ থেকে কোন প্রকার আইনি সহায়তা পায়নি । এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মারজুয়ারা বেগম ১২ জনের নামীয় ও অজ্ঞাত ৩৫ জনের নামে ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দ্বায়ের করেছেন।
ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলে এলাহী জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.