আন্তর্জাতিক ডেস্ক : চলমান ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অন্যত্র ক্রমবর্ধমান উত্তেজনার কারণে মার্কিন পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে।
যুক্তরাষ্ট্রের নাগরিক ও বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনায় সম্ভাব্য সন্ত্রাসী হামলা, বিক্ষোভ বা সহিংস কর্মকান্ডের আশঙ্কায় এই নির্দেশ দিয়েছে। তবে পররাষ্ট্র দপ্তরের এই নির্দেশের ব্যাপারে হোয়াইট হাউস কোন মন্তব্য করেনি।
চলতি সপ্তাহের শুরুতে পররাষ্ট্র দপ্তর লেবাননে মার্কিন নাগরিকদের ভ্রমন করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিল।
পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের নির্দেশ দিয়েছে, যারা ইসরায়েল,পশ্চিম তীর, গাজা এবং লেবানন ছেড়ে যাওয়ার জন্য সাহায্য চেয়েছেন তাদের একটি নির্ধারিত ফর্ম পূরণ করে পররাষ্ট্র দপ্তরে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। সূত্র: বাসস
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.