এস এম মহিদার রহমান, সাতক্ষীরা : সাতক্ষীরায় নানা আয়োজনে কালবেলা পত্রিকার ১ম বর্ষপূর্তি পালিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে এ বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গানের শিল্পী গাইলেন, নাচের শিল্পীরা করলেন নাচ। আলোচনা, স্বপ্ন ও বাস্তবায়নের ফিরিস্তি তুলে ধরলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কালবেলার সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আমিনুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দিন, এনডিসি আবদুল্লাহ আল-মামুন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সদর সার্কেল মীর আসাদুজ্জামান।
এ সময় বক্তারা বলেন, সত্য তথ্য প্রকাশের কারণে কালবেলা শীর্ষস্থানীয় গণমাধ্যমের তালিকায় উঠে এসেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের মধ্যদিয়ে দৈনিক কালবেলা কোটি পাঠকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। প্রথম বছরেই ‘কালবেলা’ পাঠকদের হৃদয়ে বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। বক্তারা আরো বলেন, বস্তুনিষ্ঠতার কারণেই কালবেলা এখন অনলাইন ভার্সনে দেশের সকল গণমাধ্যমের শীর্ষে এবং সকলের কাছে প্রিয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, স্থানীয় দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশিক ইলাহী, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাকসুদা খানম মেধা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফিরোজ আহমেদ স্বপন, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মহিদার রহমান, যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম, এখন টিভির সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, এন টিভির সাতক্ষীরা প্রতিনিধি এস.এম জিন্নাহ্, সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের যুগ্ন-সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি তৌফিকুজ্জামান লিটু, ঢাকা পোস্টের প্রতিনিধি সোহাগ হোসেন, ঢাকা টাইমসের নিজস্ব প্রতিবেদক মো: হোসেন আলী, মুক্ত খবরের প্রতিনিধি হাবিবুর রহমান সোহাগ, সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধি জাহিদ হোসাইন, কালের চিত্র পত্রিকার প্রতিনিধি শাহীন বিশ্বাস, পত্রদূত পত্রিকার প্রতিনিধি ইব্রাহিম খলিল, কালবেলার উপকূলীয় প্রতিনিধি আকবর হোসেন সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। অনুষ্ঠান শেষে কালবেলার জন্মদিন উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.