এসএম স্বপন: যশোর-১,(শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, জামায়াত-বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে বাংলাদেশের সোনাতন ধর্মালম্বী হিন্দু পরিবারের মা-মাসিমণি-কাকিমণি- দিদিমণি-বৌদিরা মাথায় সিঁদুর পরে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেনা। ওরা তাদেরকে নানাভাবে ইভটিজিং ও বিভৎস্য দৃষ্টিতে উৎপাত করে। ওরা দেশের মধ্যে সোনাতন ধর্মালম্বীদের সংখ্যালঘূ আখ্যা দিয়ে তাদের উপর অন্যায়-অত্যাচার-জুলুম-নির্যাতন করে। যেকারণে জামায়াত বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতার সময়ে এদেশের অনেক হিন্দু পরিবার বাপ-দাদার ভিটাবাড়ি ছেড়ে পাশ্ববর্তী দেশ ভারতে চলে গেছে। ভারতসহ সারা বিশ্বের কাছে বাংলাদেশকে হিংস্র জাতি হিসেবে পরিচিতি করানোর চেষ্টা করেছে। সেখানে আওয়ামীলীগ সরকারের একটানা ১৫ বছরে একটি হিন্দু পরিবারও জুলুম-নির্যাতনের ভয়ে স্বদেশ ছেড়ে ভারতে চলে যায়নি। বরং সেসময়ে চলে যাওয়া অনেক পরিবার ভারত থেকে আবার নিজ দেশে ফিরে এসেছে। তারা জেনেছে, বাংলাদেশের সোনাতন ধর্মাবলম্বীরা ‘মমতাময়ী প্রধানমন্ত্রী’ শেখ হাসিনার মাতৃস্নেহে বসবাস করছে।
শনিবার বেলা ১১টার সময় শার্শা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন অডিটরিয়ামে আয়োজিত উপজেলার ৩২টি দূর্গাপূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মত-বিনিময়, সরকারি ও ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদাণ ও পূজা চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা অক্ষুন্ন রাখতে দিকনির্দেশনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।
শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে ও নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য প্রদাণ করেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আকিকুর রহমান আকিক, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভুইয়া, শার্শা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও যশোর জেলা পরিষদেও প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শার্শা উপজেলা শাখার সভাপতি শ্রী বৈদ্যনাথ দাস, সাধারণ সম্পাদক শ্রী নীল কমল সিংহসহ উপজেলা প্রশাসনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত ৩২টি পূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.