এস এম মহিদার রহমান, সাতক্ষীরা ঃ সাতক্ষীরায় নব নিয়োগপ্রাপ্ত পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যান সহকারীদের নবীণ বরণ অনুষ্টান পালিত হয়েছে। বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্টানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি।
সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নূর মোহাম্মদের সভাপত্বিতে ও বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার সিভিল সার্জন প্রতিনিধি ডাঃ ফরহাদ জামিল, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক গাজীর বশির আহম্মেদ, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর সেলিম, ডাঃ বি এম দ্বীন মোহাম্মদ, পরিবার পরিকল্পনা সহকারী শাহনাজ আক্তার, মনিরা খাতুন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে নব নিয়োগপ্রাপ্ত পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যান সহকারীদের ফুল দিয়ে বরন করে নেন অতিথিরা।
এসময় সাবেক স্বাস্থ্য মন্ত্রী রুহুল হক এমপি বলেন, দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার চিকিৎসাখাতে ব্যাপক গুরুত্ব দিয়েছেন। এরই ধারাবাহিকতায় পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন ও গ্রাম্য পর্যায়ে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হয়েছ। গ্রামের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকারের এই মহতি উদ্যোগ। এছাড়া স্বাস্থ্যকর্মীদের স্থায়ী বেতন স্কেল ও চাকরির বিষয়ে সরকার পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.