আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাত নিয়ে আলোচনা করতে শুক্রবার বৈঠকে বসবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

ইউএনএসসির বর্তমান সভাপতিত্বের দায়িত্বে থাকা ব্রাজিল গাজা উপত্যকার পরিস্থিতি মোকাবেলা করার জন্য এই বৈঠক ডেকেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রাজিলের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী মাউরো ভিয়েরা বৈঠকে যোগ দিতে নিউইয়র্কে যাওয়ার জন্য এশিয়া সফর বাতিল করেছেন।

রবিবার এক বৈঠকে ইসরায়েল ও ফিলিস্তিনি সংক্রান্ত নীতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা বিভক্ত হয়ে পড়ে।

বুধবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এক্স-এ লিখেছেন, বিশ্বের কোথাও শিশুদের জিম্মি করা উচিত নয়।

তিনি বলেন, হামাসকে অপহৃত শিশুদের মুক্ত করতে হবে।

তিনি ইসরায়েলকে ফিলিস্তিনি শিশুদের এবং তাদের মায়েদের ওপর বোমাবর্ষণ বন্ধ করারও আহ্বান জানান, যাতে তারা মিশর হয়ে গাজা ছেড়ে যেতে পারে।

‘যুদ্ধের উন্মাদনায় ন্যূনতম মানবতা থাকা দরকার,’ তিনি যোগ করেন। সূত্র বিবিসি।