সনতচক্রবর্ত্তী: ফরিদপুরের মধুখালি থেকে আনুমানিক ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের প্রায় দেড় কেজি হেরোইনসহ কুখ্যাত মাদক কারবারি র্যাব-১০,ফরিদপুর এর হাতে আটক
গ্রেফতারকৃত আসামি হলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন অনন্তপুর গ্রামের মৃত রুস্তম মন্ডলের ছেলে মোঃ সোহরাব মন্ডল (২৪)।
র্যাব জানায়, হেরোইনের এ চালানটি স্মরণকালে ফরিদপুরে সবথেকে বড় হেরোইনের চালান।
গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ সোমবার বিকালে র্যাব জানায়, আজ ০৯ অক্টোবর দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন আড়পাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের ০১ কেজি ৪৫০ গ্রাম হেরোইনসহ মোঃ সোহরাব মন্ডল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এসময় তার নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ এবং ০১টি মোবাইল ফোন ও নগদ- চার হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.