সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া ঃ যশোরের বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামে অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদারের ফ্রি মেডিকেল ক্যাম্পে দেড় শতাধিক রোগী চিকিৎসা সেবা পেয়েছেন ।
গতকাল বিকেলে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের জয়রামপুর পঞ্চানন বটতলা মন্দির প্রাঙ্গণে ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ঔষধ বিতরণ, রক্ত পরীক্ষাসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার দরিদ্র পীড়িত মানুষ বিশেষ করে মহিলাদের জন্য এই চিকিৎসা সেবার আয়োজন করা হয় ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সাহাবুদ্দীন, জয়রামপুর পঞ্চানন বটতলা পূজা মন্দির কমিটির সভাপতি অসীম বসু, সাধারণ সম্পাদক- যতীন দাস প্রমুখ। তারা এই সেবা মূলক কাজের প্রসংশা করেন। অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে (বাঘারপাড়া-বসুন্দিয়া, অভয়নগর) এলাকা নিয়ে গঠিত যশোর ৪- আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি হিসেবে , দীর্ঘদিন ধরে তিনি জনসম্পৃক্ত মূলক কর্মকাণ্ডের পাশাপাশি নির্বাচনী এলাকায় নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মানুষ কে চিকিৎসা সেবা দিয় আসছেন। একই সাথে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়নের বার্তা জনগণের মাঝে পৌঁছে দিচ্ছেন। এদিন তিনি মেডিকেল ক্যাম্প শেষ করে সন্ধায় বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠ এবং ঘুনি-ঘোষনগর বাজারে জনসংযোগ করেন। এসময় বাজারে আগত সাধারণ মানুষ, তাকে কাছে পেয়ে অনেকটা আবেগ উদ্বেলিত হয়ে তাদের নিজের নানা সমস্যার কথা তুলে ধরেন। ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং আগামী দিনে সেবা মূলক কাজের মধ্যে দিয় সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.