আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় অর্পন-দর্পণ স্মৃতি আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিয়োগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
মিথ্যামুক্ত সমাজ গড়ি, শুদ্ধাচার অনুশীলন করি, এই স্লোগানকে সামনে রেখে জাগ্রত ঝিকরগাছা ট্রাস্টের আয়োজনে ও অর্পন-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের ভিডিও কনফারেন্স রুমে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ এর সভাপতিত্বে প্রধান বিচারক ছিলেন কবি মামুন আজাদ। সহকারী বিচারক ছিলেন কবি আরশি গাইন, কবি শিরিন সুলতানা, বেনাপোল ডিগ্রী কলেজের প্রভাষক শ্রাবণী মজুমদার, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক সুমা কর্মকার, আকিজ কলেজিয়েট স্কুলের সহকারী অধ্যাপক কামরুজ্জামান, ইব্রাহীম খলিল, চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, প্রভাষক হারুন অর রশিদ, প্রভাষক অমেদুল ইসলাম, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, জাগ্রত ঝিকরগাছা ট্রাস্টের পরিচালক মাহবুব শাহরিয়ার হুসাইন, স্বেচ্ছাসেবক রিয়াজ রায়হান জ্যোতি, সজিব ইমাম বায়োজিদ, তিন্নী সুলতানা। বিতর্ক প্রতিয়োগিতায় চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের পক্ষে দলনেতা সুমাইয়া জান্নাত শিমু, জান্নাতী খাতুন, মুনিয়া সুলতানা মীম, আকিজ কলেজিয়েট স্কুলের বিপক্ষে দলনেতা অহনা রেজা, ইভা, পৌলমী চৌধুরী প্রমুখ অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, শুদ্ধাচার অনুশীলনে উদ্বুদ্ধ করার উপর বিতর্ক প্রতিয়োগিতা অনুষ্ঠানের বিচারকদের মতামতের ভিত্তিতে আকিজ কলেজিয়েট স্কুল বিজয়ী ও চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজ বিজিত হয়েছে এবং অনুষ্ঠানের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে আকিজ কলেজিয়েট স্কুলের বিপক্ষ দলের শিক্ষার্থী দলনেতা অহনা রেজা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.