বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ময়মনসিংহের ভালুকায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ভালুকা মডেল থানা চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভালুকা মডেল থানার আয়োজনে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে ও থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন। এতে আরো বক্তব্য রাখেন, মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী ময়ল নন্দী মানিক, সাধারণ সম্পাদক বাবু বীরেন রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নারায়ন দেব, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক তপু গোপাল ঘোষ,উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আকরাম হোসাইন, রাজৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হোসাইন, ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদার, ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমুখ। এ সময় উপজেলার ৬৭ টি মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.