এসএম স্বপন: জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারনাপূর্বক টাকা আত্মসাৎ এর ঘটনায় চক্রের সদস্য
মোঃ মিরাজ (২৪) কে নগদ টাকাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের সদস্যরা।
সোমবার (০২ অক্টোবর) ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিরাজ ভোলা জেলার বোরহান উদ্দিন থানার
ফুলকাচিয়া গ্রামের ইয়াসিন পাটোয়ারীর ছেলে।
ডিবি জানায়, কল্পনা আক্তার'র স্বামী মালয়েশিয়া প্রবাসী। তার স্বামীকে মালয়েশিয়ায় লটারি পাওয়ার কথা বলে মোবাইলে যোগাযোগ করে জ্বীনের বাদশা পরিচয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি। বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ১৫/০৮/২২ হতে ০১/০৯/২২ তারিখের মধ্যে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ৭ লক্ষ ৪৪ হাজার ৬০০ টাকা হাতিয়ে নেয়। এ সংক্রান্ত ঝিকরগাছা থানার মামলা নং-০১, তাং-০১/১০/২৩ খ্রিঃ, ধারা-৪০৬/৪২০/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলাটি এসআই শেখ আবু হাসান, ডিবি যশোর মামলা তদন্ত করছেন।
তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত আসামীর নাম ঠিকানা সংগ্রহ ও অবস্থান সনাক্তপূর্বক মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ আবু হাসান সঙ্গীয় এসআই নূর ইসলাম এর সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম ভোর রাতে ভোলা জেলার বোরহান উদ্দিন থানা এলাকায় অভিযান চালিয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের সহায়তায় প্রতারক চক্রের সদস্য মিরাজকে গ্রেফতার করে। পরে, তার দখল হতে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক গৃহিত নগদ ১ লক্ষ টাকা ও প্রতারনার কাজে ব্যবহৃত ০২টা মোবাইল সেট উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান এসআই শেখ আবু হাসান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.