নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারির ডিমলায় এক মাদক ব্যবসায়ী স্বামীকে, স্ত্রী পুলিশে ধরিয়ে দিলেন।
শনিবার(১২ এপ্রিল) সকালে মেডিকেল মোড় ভাড়া বাসা থেকে কামরুজ্জামান নামে এক মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।
জানা যায়, মাদক কারবারি কামরুজ্জামান দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসতেছে। মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য তার স্ত্রী তাকে প্রচন্ডভাবে চাপ দেয়। কিন্তু সে তার স্ত্রীর কথা অপেক্ষা করে মাদক ব্যবসা চালিয়ে আসতেছে। এ নিয়ে গত শুক্রবার রাতে অভিযুক্ত কামারুজ্জামানকে তার স্ত্রী মাদক ব্যবসা করতে নিষেধ করলে সে ক্ষিপ্ত হয়ে তার মাথায় আঘাত করে। এতে তার স্ত্রীর মাথা ফেটে যায়। পরে আহত স্ত্রী পুলিশের কাছে মাদক সংক্রান্ত তথ্য দেন। সেই তথ্যের ভিত্তিতে শনিবার সকালে ডিমলা থানা পুলিশ অভিযান চালিয়ে কামারুজ্জামানের মেডিকেল মোড়ের ভাড়া বাসা থেকে ৩৮টি ইয়াবা ট্যাবলেট এবং ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। অভিযান শেষে তাকে ঘটনাস্থল থেকেই আটক করে।
এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, “গ্রেপ্তারকৃত কামারুজ্জামান প্রাথমিক জি'জ্ঞাসাবাদে মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে মাধ্যমে গেলে পাঠানো হয়েছে।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.