স্টাফ রিপোর্টার : যশোরে শার্শা থানার বাগআচঁড়া হাইস্কুল মার্কেটের সামনে হতে কুখ্যাত মাদক, চোরাকারবারি ও অস্ত্র ব্যবসায়ী নাসির উদ্দীন নাসিরকে ম্যাগাজিনসহ ২টি বিদেশী পিস্তল, ১ টি ওয়ান শুটার গান, ৩ টি রিভোলবার সর্বমোট ৬ টি দেশি-বিদেশী অস্ত্র ও ১৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-৬।
২৩ সেপ্টেম্বর শনিবার নাসিরকে অস্ত্র সহ আটক করার কথা নিশ্চিত করে জানান, যশোর র্যাব ৬ এর অধিনায়ক মেজর সাকিব হোসেন।
খুলনা র্যাব ৬ এর অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, যশোর জেলার শার্শা থানাধীন বাগআচঁড়া হাইস্কুল মার্কেটের সামনে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও চোরাচালানের উদ্দেশ্যে অবস্থান করছে। এ ধরনের তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে একটি আভিযানিক দল শনিবার সকালে উক্ত মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী ১। মোঃ নাসির উদ্দিন (৪০), পিতা- মৃত বুদো সর্দার, সাং-পুটখালী, থানা-বেনাপোল পোর্ট, জেলা- যশোর'কে গ্রেফতার করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০২ টি বিদেশী পিস্তল, ০৪ টি ম্যাগাজিন, ০১ টি ওয়ানশুটারগান, ০৩ টি রিভোলবার ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। তিনি আরও বলেন,গ্রেফতারকৃত আসামী নাসির পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে এবং ৭/৮ বছর লেবারের (চোরাচালান সামগ্রী যেমন-মাদক ও গোল্ড) কাজ করতো। পরবর্তীতে নিজে বড় চোরাকারবারি হয়ে উঠে এবং তার নিয়ন্ত্রনে একটা বড় মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা সংগঠন গড়ে তোলে। সে চোরাকারবারি, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা হতে অর্জিত অবৈধ টাকা আড়াল করার জন্য সীমান্তবর্তী এলাকায় একটি বড় গরুর ফার্ম করেছে। সে স্বল্প দামে পার্শ্ববর্তী দেশ হতে অস্ত্র ক্রয় করে অধিক দামে দেশের বিভিন্ন এলাকায় সরবারহ করে।তার বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় ০১ টি অস্ত্র মামলা, ০১ টি মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা ও ০১ টি হত্যাচেষ্টা মামলা সহ মোট ০৩ টি মামলা বিচারাধীন আছে। উক্ত আসামীকে গ্রেফতারের উদ্দেশ্যে র্যাব দীর্ঘদিন যাবৎ গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছিল।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে অস্ত্র আইনে মামলা রুজুসহ শার্শা থানায় হস্তান্তরের জন্য প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.